Breaking News

নোয়াখালীতে এলজি ও গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী সদর প্রতিনিধি: নোয়াখালীর গোয়েন্দা পুলিশ (ডিবি) বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক অভিযান চালিয়ে একটি (দেশীয় অস্ত্র) এল.জি ও তিন রাউন্ড গুলি সহ দুই যুবককে গ্রেফতার করেছে। 

গ্রেফতাকৃতরা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের
সেলিমের ছেলে হাবিবুর রহমান প্রকাশ বাবু (২২) ও শরীফপুর ইউনিয়নের মজিবুল হক প্রকাশ কালার ছেলে আব্দুল হান্নান (৪০)। রোববার রাতে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি’র) অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ওই অভিযানটি পরিচালনা করেন।

অস্ত্র দুইজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী ডিবি ওসি আবুল খায়ের জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার দায়ের করা হয়েছে। সোমবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

No comments