Breaking News

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুক না দেওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ



নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্বামীর হাতে স্ত্রীকে ম্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে চরজব্বর থানায় নিহতের স্বামীকে প্রধান আসামী করে ৯জনের রিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে । নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতের পরিবার জানান, গত দেড় বছর আগে একই গ্রামের সিরাজুল মাওলার সাথে সাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশ চলে যায় । এরই মধ্যে তার পরিবারের লোকজন মেয়ের বাবার কাছ থেকে ১লক্ষ টাকা যৌতুক দাবী করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ১৫দিন আগে স্বামী সিরাজুল মাওলা বিদেশ থেকে এসে স্ত্রীকে কৌশলে তাদের বাড়ীতে নিয়ে যায়। একপর্যায়ে বুধবার ভোর রাতে স্বামী ও শশুর ও শাশুড়ীসহ পরিবারের লোকজন গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা কলে লাশ ঝুলিয়ে রাখে। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে । তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।

No comments