Breaking News

কবিরহাটের সোন্দলপুর ইউনিয়ন থেকে নবজাতকের লাশ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়ন থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বুবিরপোলের নিছের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে স্থানীয় লোকজন খালের মধ্যে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কেউ গর্ভপাত করে এখানে বাচ্ছাটি পেলে গেছে।

No comments