Breaking News

নোয়াখালীতে ১০ দফা দাবিতে দুগ্ধ খামারিদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:
নিন্মমানের ভূর্তকীপ্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানী শুল্ক ৫% এ উন্নীত করার প্রস্তবনা সহ ১০ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে দুগ্ধ খামারিরা।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় দুগ্ধ খামারীরা জানান, গত সাত বছরে দেশে দুগ্ধ খামারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ লক্ষ, দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে হয়েছে ৯৪ লক্ষ মেট্রিক টন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুগ্ধ খামার ব্যবসার সাথে সম্পৃক্ত প্রায় ৯৪ লক্ষ মানুষ। অথচ তারা অবহেলিত, সরকারি কোনো সুযোগ সুবিধাই তারা পাচ্ছে না। তারা দুগ্ধ শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিন্মমানের ভূর্তুকীপ্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানী শুল্ক ৫% এ উন্নীত করার দাবি জানান। 

 এ সময় সদর উপজেলা দুগ্ধ খামরি সমিতির সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক মো. জিলানীসহ দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।

No comments